thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বাহামায় হারিকেন ডোরিয়ানে নিহত ৫

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১২:৫১:৩৭
বাহামায় হারিকেন ডোরিয়ানে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাহামার গ্রেট আবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালিয়েছে হারিকেন ডোরিয়ান। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বলেছেন, ‘ঝড়ের কবলে পড়ে উত্তর-পূর্ব অ্যাবাকো দ্বীপপুঞ্জে পাঁচজন মারা গেছে।’

তিনি আরো বলেছেন, ‘ডোরিয়ান আটলান্টিক অঞ্চলের এ যাবৎকালের দ্বিতীয় এবং বাহামায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।’

রেডক্রসের আশঙ্কা, হারিকেনে প্রায় ১৩ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৮ থেকে ২৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হয়েছে।

হারিকেন ডোরিয়ান ঝড়ের মূল অংশটি গ্রেট আবাকো দ্বীপ ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূলের দিকে যাচ্ছে। আগামী পাঁচ দিন ডোরিয়ান থাকবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। এই হারিকেন প্রতিনিয়ত গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়াচ্ছে।

এদিকে ডোরিয়ান মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রশাসন। ফ্লোরিডার গর্ভনর রন ডি স্যান্তিস রাজ্যজুড়ে দুই হাজার ৫০০ জাতীয় গার্ড সদস্যকে প্রস্তুত রেখেছেন । প্রস্তুত থাকতে বলা হয়েছে আরো এক হাজার ৫০০ সদস্যকে। জারি করেছেন জরুরি অবস্থা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৩ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর