thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রহমতের অভিষেক সেঞ্চুরির পর নাঈমের জোড়া আঘাত

২০১৯ সেপ্টেম্বর ০৫ ১৬:৫৯:২৪
রহমতের অভিষেক সেঞ্চুরির পর নাঈমের জোড়া আঘাত

চট্টগ্রাম প্রতিনিধি: তৃতীয় সেশনের শুরুতেই জোড়া আঘাত হেনেছেন নাঈম হাসান। ৬৯তম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছিলেন সেঞ্চুরিয়ান রহমত শাহকে। শেষ বলে আরো একটি উইকেট নিয়েছেন নাঈম হাসান। অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন মোহাম্মদ নবী। তিন বলে তিনি করেছেন শূন্য রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২০৬ রান। আসগর আফগান ৫২ ও আফসার জাজাই ৬ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নেমে প্রথম সেশনেই তিন উইকেট হারিয়েছে সফরকারী আফগানিস্তান। স্বাগতিকদের পক্ষে তাইজুল ইসলাম দুটি ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি উইকেট তুলে নিয়েছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। ৩১ রানে ব্যাট করছিলেন রহমত শাহ।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ পায়নি কোনো উইকেট। পুরো সেশনে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন রহমত ও আসগর। সুযোগ অবশ্য এসেছিল কিছু। তবে ফিল্ডাররা সেগুলো কাজে লাগাতে পারেননি। মেহেদী হাসান মিরাজ আসগরকে এলবিডব্লিউ করলেও রিভিউ নিয়ে বেঁচে যান আফগান ব্যাটসম্যান।

এর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের। ব্যক্তিগত ৯ রানে তাইজুলের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ইহসানুল্লাহ জানাত। দ্বিতীয় আঘাতও হানেন তাইজুলই। দলীয় ৪৮ রানের মাথায় ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেশের পক্ষে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান এই বামহাতি স্পিনার। এটি তাইজুলের ২৫তম টেস্ট ম্যাচ। সাকিব আল হাসান নিজের ২৮তম টেস্টে ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন।

বিরতিতে যাওয়ার আগে শেষ আঘাত হানেন দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন হাসমতউল্লাহ শাহিদি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৫ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর