thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

৪ বলে ৪ উইকেট, একসাথে ৩ বিশ্বরেকর্ড গড়লেন মালিঙ্গা

২০১৯ সেপ্টেম্বর ০৭ ১১:০১:৪০
৪ বলে ৪ উইকেট, একসাথে ৩ বিশ্বরেকর্ড গড়লেন মালিঙ্গা

দ্য রিপোর্ট ডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডে ম্যাচে পর পর চার বলে ৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব আগেই দেখিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিড-স্টার। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পর পর চার বলে ৪টি উইকেট নিলেন মালিঙ্গা।

একই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক এবং ১০০ উইকেটের মাইলফলক গড়েন তিনি।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে এমন বিরল নজির গড়েন মালিঙ্গা। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর চার বলে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি।

এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে মালিঙ্গা আউট করেন যথাক্রমে কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি’গ্র্যান্ডহোম ও রস টেলরকে।

মালিঙ্গা ইতিহাসের দ্বিতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পর পর চার বলে ৪টি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। এর আগে এই নজির গড়েন আফগান লেগ-স্পিনার রশিদ খান৷

তবে এদিন সব মিলিয়ে ম্যাচে মাত্র ৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন তিনি। এদিন পাল্লেকেলেতে দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম ১০০ উইকেটের মাইলস্টোন গড়েন মালিঙ্গা।

মালিঙ্গার ধ্বংসাত্মক বোলিংয়ের জেরেই নিউজিল্যান্ড ১৬ ওভারে ৮৮ রানে অল-আউট হয়ে যায়। তার আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময় ১২৫ রান তোলে। অর্থাৎ সিরিজ হারতে হলেও শেষ টি-২৯ ম্যাচে ৩৭ রানের সান্ত্বনার জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর