thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিনিস্টার ফ্রিজ কারখানার আগুন

২০১৯ সেপ্টেম্বর ১৩ ১৫:২৪:২৯
৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিনিস্টার ফ্রিজ কারখানার আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ধীরাশ্রমে মাইওয়ানের মিনিস্টার ইলেকট্রনিক্সের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ দিকে মিনিস্টার ফ্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শফিউল্লাহকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর