thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজশাহীতে মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

২০১৯ সেপ্টেম্বর ১৮ ১৩:১১:৩৭
রাজশাহীতে মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় এক নারী ও তার ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দেবরসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে বাগমারার দেউলিয়া গ্রামের আকলিমা বেগম ও তার ছেলে জাহিদ হাসানকে গলা কেটে হত্যা করা হয়।

আদালতের রায়ে আকলিমার দেবর আবুল হোসেন মাস্টার এবং হাবিবুর রহমান হাবিব ও চাকরিচ্যুত বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আবুল হোসেন দেউলা রানী রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর