thereport24.com
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭,  ২২ জিলহজ ১৪৪১

রাজশাহীর বড়াল নদীতে ৪ জনের ভাসমান লাশ উদ্ধার

২০১৯ সেপ্টেম্বর ২০ ১১:৫০:৪৩
রাজশাহীর বড়াল নদীতে ৪ জনের ভাসমান লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বড়াল নদীর পদ্মার মহনায় স্লুইসগেটে ভেসে এসেছে চারটি লাশ। শুক্রবার সকালে স্লইসগেট এলাকায় কুচুরি পানার মধ্যে প্রথমে স্থানীয়রা লাশগুলো দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উদ্ধারের প্রস্তুতি নেয়।

চারঘাট থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, খবর পেয়ে স্লুইসগেট এলাকায় পুলিশ পাঠানো হয়। লাশগুলো উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে।মনে হচ্ছে সেখানে চারটি গলিত লাশ ভাসছে। তবে তিনটি নিশ্চিত হওয়া গেছে। অপরটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শুরুর পর সেটি নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, লাশগুলো কচুরিপানায় ঢেকে আছে। এ কারণে স্পষ্ট করে এখনো কোন বয়সী বা নারী-পুরুষ কি না তা কিছু জানা যায় নি। তবে দুটি পুরুষ, দুটি নারী বলে ধারণা করা হচ্ছে। পচে যাওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না। আরেকটি মরদেহ স্লুইসগেটের ভেতরে আটকে আছে। উজান থেকে লাশগুলো ভেসে এসেছে বলে ওসি ধারণা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর