thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভারতে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ৭৩ জন

২০১৯ সেপ্টেম্বর ২৯ ১৪:৩৭:১২
ভারতে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ৭৩ জন

দ্য রিপোর্ট ডেস্ক: ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ রাজ্য। গত চার দিনে বন্যা ও অন্যান্য ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে পরবর্তী দুদিন রাজ্যটির পূর্বাংশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর প্রদেশে স্বাভাবিকের চেয়ে ১৭০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়। রাজ্যটির পূর্বাংশেই বেশি বৃষ্টিপাত হয়েছে।

শনিবার প্রায়াগরাজে ১০২ দশমিক ২ মিলিমিটার ও বারানাসিতে ৮৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সাধারণত বছরের এ সময়টিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এটি তার চেয়ে অনেক বেশি।

শনিবার উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ২৬ জনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতি ও শুক্রবার, দুই দিনে ৪৭ জনের মৃত্যু হয়েছিল।

ভারী বৃষ্টিপাতের কারণে শুক্র ও শনিবার লক্ষণৌ, আমেথি ও অন্যান্য কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়।

নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে প্রশাসন।

দুর্যোগের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর