thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বিপুল ভোটে বাবার আসনে পুত্রের বিজয়

২০১৯ অক্টোবর ০৫ ১৯:২৫:৩৫
বিপুল ভোটে বাবার আসনে পুত্রের বিজয়

রংপুর প্রতিনিধি: এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন ছেলে সাদ এরশাদ। আজ ৫ অক্টোবর শনিবার রাতে ভোট গণনা শেষে দেখা যায় বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাদ।

এদিকে সবগুলো কেন্দ্রের (১৭৫) ফলাফলে দেখা গেছে, লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ পেয়েছেন ৫৮,৮৭৮ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬,৯৪৭ ভোট। স্বতন্ত্র প্রাথী এরশাদের ভাতিজা শাহরিয়ার আসিফ (মটরগাড়ি) পেয়েছেন ১৪,৯৮৪ ভোট।

আজ শনিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৯টা থেকে একসঙ্গে ইভিএম পদ্ধতিতে ১৭৫টি কেন্দ্রের এক হাজার ২৩টি গোপনকক্ষে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর