thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

চলে গেলেন ‘মীনা কার্টুন’-এর জনক

২০১৯ অক্টোবর ১২ ১১:৩৩:০৫
চলে গেলেন ‘মীনা কার্টুন’-এর জনক

দ্য রিপোর্ট ডেস্ক: মারা গেছেন ভারতের অ্যানিমেশনের জনক হিসেবে পরিচিত রাম মোহন। তিনি বাংলাদেশের জনপ্রিয় কার্টুন ‘মীনা’র অন্যতম পরিচালক। শুক্রবার (১১ অক্টোবর) ৮৮ বছর বয়সে রাম মোহন মারা যান বলে নিশ্চিত করেছে ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস।

রাম মোহন ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে ‘মীনা’ কার্টুনের ষোলোটি পর্ব পরিচালনা করেছেন। এই সিরিজের জন্য ১৯৯৬ সালে কমিউনিকেশন আর্টস গিল্ডের দেওয়া হল অব ফেইম অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা লাভ করেন তিনি।

১৯৫৬ সালে ফিল্মস ডিভিশন অব ইন্ডিয়ার কার্টুন ফিল্মস ইউনিটে কর্মজীবন শুরু করেন রামমোহন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন মুম্বাই-ভিত্তিক অ্যানিমেশন কোম্পানি গ্রাফিটি মাল্টিমিডিয়া। তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের চিফ ক্রিয়েটিভ অফিসার এবং চেয়ারম্যান। ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন গ্রাফিটি স্কুল অব অ্যানিমেশন।

বলিউডের বেশ কিছু নির্মাতার সঙ্গেও কাজ করেছেন রাম মোহন। তার মধ্যে বি আর চোপড়ার পতি পত্নী অউর ওহ, সত্যজিৎ রায়ের সাতরঞ্জ কে খিলাড়ি, মৃণাল সেনের ‘ভুবন সোম’, বিবি ও বিবি, দো অউর দো পাঁচ এবং কামচোর অন্যতম।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর