thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১২

২০১৯ অক্টোবর ১৪ ১৪:২৪:০৩
ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দোতলা ভবনের এক অংশ উড়ে গেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং অর্ধশত আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর এনডিটিভির।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় জেলা মাউয়ের মাহমুদাবাদ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ভবনটি পুরো ধসে পড়েছে।

ভবনের ধ্বংসাবশেষে অনেকে এখনও আটকা পড়ে আছেন। উদ্ধারকারী বাহিনী তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সিলিন্ডার বিস্ফোরণের কোনো কারণ এখনও জানা যায়নি।

এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। উৎসুক জনতা ক্রমেই চারপাশে ভিড় করছেন।

ভয়াবহ এ বিস্ফোরণে হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর