thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কী হবে দাদাগিরির?

২০১৯ অক্টোবর ১৫ ১৭:২৭:০৩
কী হবে দাদাগিরির?

দ্য রিপোর্ট ডেস্ক: এক দশক ধরে ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হচ্ছে জনপ্রিয় নন-ফিকশন শো ‘দাদাগিরি’। অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের থিমে তৈরি অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের পাশাপাশি সমান জনপ্রিয় বাংলাদেশেও। বলা যায় এর পুরো কৃতিত্ব অনুষ্ঠানটির মধ্যমণি সৌরভেরই।

আগামী ২৩ অক্টোবর বোর্ডের কার্যভার গ্রহণ করবেন তিনি। স্বভাবতই তাকে অনেক দায়িত্ব ছাড়তে হচ্ছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব ছাড়ছেন সৌরভ। ধারাভাষ্য ও কলাম লেখা থেকে বিরতি নিচ্ছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদেও ইস্তফা দিচ্ছেন।

স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে, ‘দাদাগিরি’ তে তাকে আর দেখা যাবে তো? এরই মধ্যে উত্তরও মিলেছে। টেলিভিশন অনুষ্ঠানটিতে নিয়মিতই দেখা যাবে বাংলার মহারাজকে।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরই পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি পত্রিকায় সাক্ষাৎকার দেন সৌরভ। তাতে জানান, ‘দাদাগিরি’ ছাড়ছেন না তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনার কাজ চালিয়ে যাবেন।

২০০৯ সালের ১২ অক্টোবর টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র প্রচার শুরু হয়। সময়ের ব্যবধানে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। দর্শকদের সরাসরি অংশগ্রহণে প্রতিটি পর্ব তৈরি হয়। এখন চলছে এর অষ্টম মৌসুম।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর