thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

৯ বিচারপতি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

২০১৯ অক্টোবর ২০ ১৪:৪৩:৫৪
৯ বিচারপতি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: হাইকোর্ট বিভাগে নতুন ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ রোববার সকালে এ বিষয়ে গেজেট জারি হয়। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

নতুন ৯ বিচারপতিকে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর কর্ম দক্ষতার ওপর নির্ভর করে তাদের স্থায়ী নিয়োগ দেবে সরকার। আগামীকাল সোমবার নতুন বিচারপতিরা শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে গতবছর ৩০ মে দুইবছরের জন্য ১৮ জনকে হাইকোর্টে বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ৩১ মে শপথের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হয়।

নিয়ম অনুযায়ী, অতিরিক্ত বিচারপতিরা দুইবছর দায়িত্ব পালন করার পর তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর