thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭,  ১৫ জিলকদ  ১৪৪১

প্রধানমন্ত্রীর পাশে নেই সেলিম-নানক

২০১৯ অক্টোবর ২০ ১৯:৫০:৩৩
প্রধানমন্ত্রীর পাশে নেই সেলিম-নানক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে যুবলীগের বর্তমান চেয়ারম্যান যেমন অনুপস্থিত ছিলেন তেমনি এর আগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানককেও দেখা যায়নি।

দেখা যায়নি যুবলীগের আলোচিত চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমকেও। প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু।

যুবলীগ নিয়ে যেসমস্ত বিতর্ক এবং যুবলীগ নিয়ে যে সমস্ত অভিযোগ তাতে শেখ ফজলুল করিম সেলিম এবং জাহাঙ্গীর কবির নানকের সংশ্লিষ্টতাও ছিল। এজন্যই এই দুইজনকে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যায়নি বলে গণভবন সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর