thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২০১৯ অক্টোবর ২১ ১৩:২৭:১০
ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভোলা প্রতিনিধি: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভোলা জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা ম্যাজিস্ট্রেট। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক জানান, বোরহানউদ্দিনে অনাকাঙ্খিত ঘটনার পর বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‌(র‌্যাব) ও আমর্ড পুলিশ। জেলায় কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে আজ বেলা ১১টায় ‘সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ’ এর নেতাকর্মীরা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক যুবক তার ফেসবুক আইডি ‘Biplob Chandra Shuvo’ হ্যাকড হওয়ায় বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে এ ঘটনায় রবিবার স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর