thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

পাঠাভ্যাস তৈরিতে ইবিতে তারুণ্যের প্রশংসনীয় উদ্যোগ

২০১৯ অক্টোবর ২৪ ১০:০৪:৩৮
পাঠাভ্যাস তৈরিতে ইবিতে তারুণ্যের প্রশংসনীয় উদ্যোগ

তামান্না সাদিয়া রিমি, ইবি থেকে: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন 'তারুণ্য' শিক্ষার্থীদের বইপাঠে আগ্রহী করে তোলার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ৷ গত বুধবার ২৩ অক্টোবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে 'পাঠাভ্যাস তৈরিতে তারুণ্য লাইব্রেরি' শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি৷

সংগঠনটির কার্যকরী কমিটির সদস্য তামান্না সাদিয়া রিমি ও তোফাজ্জল হোসেন পাটোয়ারী সুজনের যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মাহবুবর রহমান ৷ বইপাঠে আগ্রহী কয়েকজনের হাতে তারুণ্য লাইব্রেরির কয়েকটি বই তুলে দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুরু করেন তিনি ৷

ডক্টর মাহবুবর রহমান বলেন, "তারুণ্য' বরাবরই নানা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব শুভ-উদ্যোগে সব সময়ই তারুণ্যের পাশে ছিল, এবারও থাকবে ৷" এ সময় তিনি তারুণ্য লাইব্রেরির বই নির্বাচনে সতর্কতা অবলম্বনের উপর জোর দেন ৷

ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয়সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা হয় ৷ সংগঠনটির সাধারণ সম্পাদক ও আইনবিভাগের ছাত্রী সাদিয়া আফরিন খান তার শুভেচ্ছা-বক্তব্যে তারুণ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, একটি পাঠাগার একটি জাতির রুচি ও আভিজাত্যের পরিচায়ক ৷ বই জ্ঞানার্জনের মৌলিক মাধ্যম ৷ তিনি যারা তারুণ্য লাইব্রেরিতে বই প্রদান করেছেন এবং লাইব্রেরির বই পড়ে এর সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শুভেচ্ছা বক্তব্যের পর তারুণ্যের সদস্যরা নানা বইয়ের পাঠপ্রতিক্রিয়া, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন ৷ এ সময় 'স্বপ্ন সাহিত্য পর্ষদ' এর সভাপতি অনি আতিকুর রহমান তারুণ্যের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ৷

আলোচনা অনুষ্ঠানের মূল শিরোনামের উপর বক্তব্য প্রদান করেন সংগঠনটির সুবাসিত সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রাবন্ধিক ও অনুবাদক সালেহ ফুয়াদ ৷ তাঁর বক্তব্যে বইপাঠের প্রয়োজনীয়তা এবং কিভাবে পাঠাভ্যাস তৈরি করা সম্ভব সে-সব বিষয় উঠে আসে ৷ তিনি বলেন, 'বই পড়া মানে মস্তিষ্কের ব্যায়াম করা ৷ শারীরিক ব্যায়ামের মতো এটিও জরুরি ৷ যারা বই পড়ে না তাদের মস্তিষ্কের কলকব্জা এক সময় বিকল হয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে, তারা বেঁচে থেকেও মড়ায় পরিণত হন ৷' তিনি শুধু শারীরিক অনুশীলনের উপর আলো না ফেলে মাথার ব্যায়ামের দিকেও মনোযোগ দিতে গুরুত্বারোপ করেন ৷



সংগঠনটির দশম সভাপতি আরমান রেজা জয়ও তাঁর বক্তব্যে বইপাঠ ও তারুণ্য লাইব্রেরির লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন ৷

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বর্তমান সভাপতি শেখ রাইয়ান উদ্দিন বইকে আলো ধরে নিয়ে তারুণ্য লাইব্রেরির মাধ্যমে অন্ধকার দূরের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান ৷ তিনি আরো জানান, প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনের বটতলায় তারুণ্যের স্বেচ্ছাসেবীরা আগ্রহীদের মাঝে বই প্রদান করবেন ৷ প্রাথমিকভাবে তারুণ্যের সদস্যরা ও পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে যেকোনো শিক্ষার্থী এখান থেকে বই নিয়ে পড়তে পারবেন ৷ তাঁর বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নানা রকম সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে ৷ রক্তদান, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও তরুণদের দক্ষতা উন্নয়নেে ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে লিডারশীপ ট্রেনিংসহ নানা কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি ৷


(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর