thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

স্ত্রীর বেতন-ভাতা বন্ধ করলেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট!

২০১৯ অক্টোবর ২৬ ১০:০৫:০৯
স্ত্রীর বেতন-ভাতা বন্ধ করলেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট!

দ্য রিপোর্ট ডেস্ক: তিউনিশিয়ার নতুন প্রেসিডেন্ট কায়েস সাঈদ স্ত্রীর বেতন-ভাতা বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। এই পাঁচ বছর তার স্ত্রীকে ছুটিতেও পাঠিয়েছেন তিনি। সাইদের স্ত্রী একজন বিচারক।

সাইদ বলেছেন, প্রেসিডেন্টের স্ত্রী বিচারক হিসেবে কাজ করলে দেশের বিচার বিভাগের স্বাধীনতা ব্যাহত হবে। এ কারণেই পাঁচ বছরের জন্য স্ত্রীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্ত্রী যতদিন ছুটিতে থাকবেন ততদিন তাকে কোনো বেতন-ভাতা দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয় পান অবসরপ্রাপ্ত অধ্যাপক কায়েস সাইদ। গত বুধবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপরই স্ত্রীকে ছুটিতে পাঠাবার কথা জানালেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর