thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

২০১৯ অক্টোবর ২৮ ১১:১৮:৩৮
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

দ্য রিপোর্ট ডেস্ক: কেন্দ্রীয় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশটিতে অর্থনৈতিক সংকট বেড়ে গেছে। এর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট অর্জনে সক্ষম হয়েছেন ফার্নান্দেজ। এই নির্বাচনে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মৌরিসিও ম্যাক্রিকে পরাজিত করেছেন।

ভোটের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের নির্বাচনী সদর দফতরে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক সংকট এতটাই বেড়েছে যে, সেখানকার প্রায় এক তৃতীয়াংশ মানুষকে দারিদ্র্যতার দিকে ঠেলে দিয়েছে।

এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন মৌরিসিও ম্যাক্রি। তিনি ফার্নান্দেজকে সোমবার প্রেসিডেন্টের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, যতটুকু সম্ভব তিনি বিদায়ী প্রেসিডেন্টকে সহযোগিতা করে যাবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর