thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষ নিলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি

২০১৯ অক্টোবর ৩০ ১২:৪৭:২৪
কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষ নিলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের কাশ্মীরবিষয়ক ও গিলগিট-বাল্টিস্তানের মন্ত্রী আলি আমিন গ্যান্ডাপুর।

তার মতে, কাশ্মীর ইস্যুতে যেসব দেশ ভারতকে সমর্থন করবে, তারা সবাই পাকিস্তানের শত্রু। তার এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর এনডিটিভির।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে এ বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের ওই মন্ত্রী। তার দাবি, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহল নীরব।

সাম্প্রতিককালে যেভাবে দুই ‘চিরশত্রু’র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যেকোনো পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান।

তিনি বলেন, যেসব দেশ কাশ্মীর বিষয়ে পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা সবাই তাদের পদক্ষেপের জন্য মাসুল গুনবে। কারণ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ওই সব দেশের দিকেই ক্ষেপণাস্ত্র ছু়ড়বে পাকিস্তান।

জম্মু-কাশ্মীরে ইউরোপীয় সংসদ সদস্যদের সফর ঘিরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যখন সরব রাহুল গান্ধীরা, সেই সময় এ পাকিস্তানি মন্ত্রীর মন্তব্যে তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ৩০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর