thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন মাসাকাদজা

২০১৯ নভেম্বর ০১ ১১:৫০:৫৮
জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন মাসাকাদজা

দ্য রিপোর্ট ডেস্ক: জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। আগামী শুক্রবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন ৩৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।

জিম্বাবুয়ে ক্রিকেটের গত আগস্ট মাসের বৈঠকে দেশটির ক্রিকেট পরিচালকের পদটি সৃষ্টি করা হয়। সে বৈঠকে দেশটির ক্রিকেট পরিচালনা বোর্ড নতুনভাবে সাজানো হয়েছে।

দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাভেঙ্গাওয়া মুখুলানি বলেন, ‘এটা একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা দেশটির সকল স্তরের পাশাপাশি পরিচালনা কাঠামোও শক্তিশালী করবে। ’

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি তার অবিশ্বাস্য আবেগ, ব্যাপক জ্ঞান এবং বিপুল অভিজ্ঞতা তাকে দেশটির ক্রীড়াঙ্গনে একজন সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে-সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।

ক্রিকেট পরিচালক হিসেবে দেশটির ক্রিকেটের নীতি-নির্ধারণ থেকে শুরু করে নিয়োগ, ব্যবস্থাপনা ও সিনিয়র ক্রিকেট টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করবেন। একইসঙ্গে দলের কোচ এবং অধিনায়ক যোগ্য নেতৃত্ব দিচ্ছে কি না সেটাও দেখভাল করবেন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাসাকাদজা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর