thereport24.com
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১৩ কার্তিক ১৪২৭,  ১১ রবিউল আউয়াল 1442

সাদেক হোসেন খোকা আর নেই

২০১৯ নভেম্বর ০৪ ১৪:৫৪:২৩
সাদেক হোসেন খোকা আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১ টায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে যুক্তরাষ্ট্রে যান খোকা। তারপর থেকে নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গত ক’দিন ধরেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার খোঁজ খবর রাখছিলেন। দ্রুততার সাথেখোকা এবং তার স্ত্রীকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর