thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬,  ২৩ রবিউল আউয়াল 1441

নতুন আইনের সচেতনতায় পুলিশ

২০১৯ নভেম্বর ০৫ ১৪:১৪:১২
নতুন আইনের সচেতনতায় পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন পরিবহন আইন সচেতনতায় নানা কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গুলিস্তানে মঙ্গলবার সকাল থেকে ট্রাফিক দক্ষিণ বিভাগে জনসাধারণ, গাড়ির চালক ও কন্ডাক্টরদের সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ী না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী না চালানো, গাড়ী চালনার আগে গাড়ীর অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ী না চালানোর না পরামর্শ দেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আগামী সপ্তাহ থেকে নতুন পরিবহন আইন ২০১৯ কার্যক্রম শুরু হবে। এর আগে আইন সম্পর্কে জনগণ এবং যারা পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলা হবে। তারই অংশ হিসেবে রাজধানীর ট্রাফিক পুলিশকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর