thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৭,  ১৪ জিলহজ ১৪৪১

বুরকিনা ফাসোয় বিদেশি প্রতিষ্ঠানের গাড়িবহরে হামলা, নিহত ৩৭

২০১৯ নভেম্বর ০৭ ১৪:৩৬:১৫
বুরকিনা ফাসোয় বিদেশি প্রতিষ্ঠানের গাড়িবহরে হামলা, নিহত ৩৭

দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ বেসামরিক নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় একটি কানাডীয় খনন প্রতিষ্ঠানের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

বুধবার দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলার ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। বুরকিনা ফাসোর ওই সোনার খনিটি কানাডার সেমাফো কোম্পানি পরিচালনা করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বুধবারের এই ঘটনা বিগত ১৫ মাসের মধ্যে তৃতীয় বড় হামলা বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর সাইদু সানাউ।

এক বিবৃতিতে সেমাফো জানিয়েছে, বুরকিনার পূবাঞ্চলীয় এলাকা অ্যাস্টে তাদের বোউনগৌ খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় রাস্তায় হামলাটি হয়।

বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটেছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

এই হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাস্টের গর্ভনর দফতর থেকে দেয়া হতাহতের সংখ্যায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্যমতে বহু সংখ্যক লোক নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। ওই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হয় সেখানে। গত সেপ্টেম্বরেই এক হামলায় ওই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর