thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো এই মুসলিম যুবক?

২০১৯ নভেম্বর ০৭ ১৬:৫৩:৩০
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো এই মুসলিম যুবক?

দ্য রিপোর্ট ডেস্ক: ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসনের আসনে লড়ছেন এক অভিবাসী মুসলিম যুবক। আলি মিলানি নামের এই যুবকের বয়স মাত্র ২৫ বছর। ১২ ডিসেম্বরের নির্বাচনে তিনি জনসনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জনসন-আলি দুজনই লড়বেন আক্সব্রিজ থেকে। এক দশক ধরে আসনটিতে জনসনের দল খুব একটা ‘নিরাপদ’ নয়। ২০১৭ সালের নির্বাচনে জনসন ৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আলি লড়ছেন লেবার পার্টি থেকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলী যদি ৫ শতাংশ ইলেকটোরেট নিজেদের দিকে আনতে পারেন, তাহলে জনসন বিপদে পড়ে যাবেন। ব্রিটেনের ১০০ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী আসনহীন থাকেননি। আলি বলছেন এবার তিনি ইতিহাস গড়তে চান, ‘এটা ঐতিহাসিক নির্বাচন। প্রথমবারের মতো আমরা কোনো প্রধানমন্ত্রীকে আসনহীন করে দিতে পারি। ঠিক এখানে বরিস জনসনকে ক্ষমতাহারা করার শক্তি আমাদের আছে।’

মাত্র ৫ বছর বয়সে মায়ের সঙ্গে ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন আলি। সঙ্গে এক বোন। তার মা ছিলেন ‘সিঙ্গেল মাদার’। ছোটবেলা থেকেই তাই কঠোর সংগ্রামের মধ্যে বড় হয়েছেন আলি। ছেলেবেলার কথা স্বরণ করে আলি বলেন, ‘মা আমাকে আর বোনকে নিয়ে এদেশে চলে আসেন। তিনি তখন ভালো ইংরেজি বলতে পারতেন না। কাজ খুঁজে পাতেও তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সামান্য যে কটা টাকা তিনি আয় করতেন তার ওপরেই আমাদের সংসার চলতো। পাবলিক স্কুল, পাবলিক হাসপাতালই ছিল আমাদের ভরসা।’

ব্রেক্সিট ইস্যু নিয়ে বড্ড চাপে আছেন বরিস জনসন। নির্বাচনের মাঠে আলি তার এই চাপ বাড়িয়ে দিয়ে কতটা কোণঠাসা করতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর