thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

২৫-৩০ রান কম হয়ে গেছে: মাহমুদউল্লাহ

২০১৯ নভেম্বর ০৮ ০৬:৪৭:০৪
২৫-৩০ রান কম হয়ে গেছে: মাহমুদউল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ-ভারতের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হয়েছে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং স্বর্গ হলেও বাংলাদেশ শুরুতে টস হেরে ৬ উইকেটে করতে পেরেছে ১৫৩ রান। ভারতের কাছে ৮ উইকেটে হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন ২৫-৩০ রান কম হয়ে গেছে সফরকারীদের।

শেষ ১০ ওভারে ছন্দপতন ঘটলেও শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। মোহাম্মদ নাঈমের আগ্রাসী ব্যাটিংয়ে একটা সময় স্কোর ছিল ২ উইকেটে ৮৩ রান। নাঈমের বিদায়ের পর সেই ধারা পরে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নাহলে স্কোর আরও বাড়তে পারতো। ম্যাচের পর মাহমুদউল্লাহ আক্ষেপ নিয়ে বললেন, ‘উইকেট খুবই ভালো ছিল। কিন্তু আমরা ২৫-৩০ রান কম করে ফেলেছি। তবে রোহিত-ধাওয়ান যেভাবে শুরুটা করেছে এ জন্য কৃতিত্ব দিতেই হবে।’

ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের বোলিংয়েরও প্রশংসা করেন রিয়াদ। সঙ্গে তরুণ লেগ স্পিনার আমিনুলেরও, ‘এমন পিচ হলে রিস্ট স্পিনারদের সেটা খুব সহায়তা করে। চাহাল সেটাই করে দেখিয়েছে। আমিনুলকে পাওয়াটাও আমাদের জন্য বড় প্রাপ্তি। যেভাবে ভূমিকা রাখছে, আশা করছি এভাবেই সে ধারাবাহিকতা ধরে রাখবে।’

সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারত জেতায় সিরিজে এখন ১-১ সমতা। রবিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে থাকলো সিরিজ নির্ধারক। রিয়াদ শেষ ম্যাচকে ঘিরে নিজেদের পরিকল্পনা জানালেন এভাবে, ‘নাগপুরে যখন যাবো সেখানকার কন্ডিশন সম্পর্কে আগে আমাদের বুঝতে হবে। এছাড়া আমাদের আরও বেশি মাত্রায় ইতিবাচক থাকতে হবে।’

রোহিত টস জিতে শুরুতে বোলিং নেওয়া প্রসঙ্গে বললেন, ‘আমরা জানতাম রাজকোটের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য বল করা কঠিন হয়ে দাঁড়াবে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। তাছাড়া পাওয়ার প্লেটাও কাজে দিয়েছে। তবে আমাদের ফিল্ডিং সন্তোষজনক ছিল না।’

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর