thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭,  ২৩ জিলহজ ১৪৪১

ইডেন টেস্ট দেখতে শেখ হাসিনাকে মোদির চিঠি

২০১৯ নভেম্বর ১৪ ১৪:৩২:০৯
ইডেন টেস্ট দেখতে শেখ হাসিনাকে মোদির চিঠি

দ্য রিপোর্ট ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক ইডেন টেস্ট দেখার জন্য এই আমন্ত্রণ জানানো।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী ২২ নভেম্বর তিনি ভারতে যাবেন। সেখানে কলকাতায় তিনি বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন। ইডেনের ইনডোর স্টেডিয়ামও উদ্বোধন করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক ইডেন টেস্ট উদ্বোধনের জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে কলকাতায় ইতিমধ্যেই উৎসবের আমেজ পড়ে গেছে। কলকাতায় প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ৫১ পদের খাবারের আয়োজন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর