thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

৫ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা

২০১৯ নভেম্বর ১৬ ১৪:১৬:১৫
৫ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক: দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। ছন্নছাড়া ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশের। একের পর এক ব্যাটসম্যান আসছেন আর যাচ্ছেন। সবশেষ যাওয়া- আসার মিছিলে যোগ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোহাম্মদ শামির অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ১০৫ রান করেছেন টাইগাররা। স্বাভাবিকভাবেই ধুঁকছেন তারা। ২০ রান নিয়ে ব্যাট করছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন লিটন দাস। তার সংগ্রহ ১৮ রান।

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নেয় তারা। ফলে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন।

তবে আশা দেখাতে পারেননি তারা। নড়বড়ে ব্যাটিংয়ে দ্রুত সাজঘরে ফেরেন দুই ওপেনার। দিনের সূচনালগ্নে উমেশ যাদবের স্ট্যাম্পের বল ক্রস ব্যাটে খেলে সোজা বোল্ড হয়ে ফেরেন ইমরুল। সেই রেশ না কাটতেই ইশান্ত শর্মার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাদমান। তার আউটের দৃশ্যটিও একইরকম। ভীষণ দৃষ্টিকটুও বটে।

ব্যাটিংঅর্ডারের তিন নম্বরে আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। শামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথমে তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তিনি। এতে চাপে পড়েন সফরকারীরা।

সেই পরিস্থিতিতে প্রতিরোধ গড়তে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। ভারতীয় পেসার শামিকে স্কয়ার লেগে খেলতে গিয়ে আগারওয়ালকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এর আগে যাচ্ছেতাই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা। পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি এবং আজিঙ্কা রাহানের ৮৬ রানের অনবদ্য হাফসেঞ্চুরিতে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর