thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

চট্টগ্রামে বিস্ফোরণের কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০১৯ নভেম্বর ১৭ ১৩:১৫:০০
চট্টগ্রামে বিস্ফোরণের কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানির গাফিলতির কারণেই চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন থেকেই চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। আর পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানির গাফিলতির কারণেই গ্যাস লাইন এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ রোববার গণমাধ্যমকে একথা বলেন তিনি।

উল্লেখ্য, আজ সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে নারী ও শিশুসহ ৭ জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর