thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি নয়: ওবায়দুল কাদের

২০১৯ নভেম্বর ১৮ ১৪:৩১:৪১
সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি নয়: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে সরকার কোনো বাধা মানবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এ আইন প্রয়োগে মাঠে মোবাইল কোর্ট রয়েছে। আজ সোমবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গত ১ নভেম্বর সড়ক পরিবহন আইন কার্যকর করে প্রজ্ঞাপন জারি হলেও আইনটি গতকাল রোববার থেকে পুরোপুরি প্রয়োগ করা হয়েছে। যত বাধাই আসুক, এ আইন প্রয়োগ হবেই।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এর আগে বহুদিন সময় দেওয়া হয়েছে। সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ আইন কার্যকর ভূমিকা রাখবে।’

এ সময় পরিবহন মালিক ও শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ জানান সেতুমন্ত্রী।

এছাড়া আইনটি প্রয়োগে যাতে কোনো বাড়াবাড়ি না হয়, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক থাকার অনুরোধও জানান ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর