thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭,  ২৩ জিলকদ  ১৪৪১

রাজস্থানে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ১৪

২০১৯ নভেম্বর ১৮ ১৭:০৪:৫০
রাজস্থানে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ১৪

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের রাজস্থানে এক যাত্রীবোঝাই বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।

সোমবার সকালে বাসটি রাজস্থানের বিকান থেকে জয়পুরের জেলায় যাওয়ার পথে দুনগড়গড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুজে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। আহত ১৮ জনদের অনেকের অবস্থা আশংকাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পরপর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

তিনি বলেন, বিকানের-জয়পুর হাইওয়ের ১১ নং জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর