thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কাভার্ডভ্যান-ট্রাক ধর্মঘট

২০১৯ নভেম্বর ১৯ ১৪:৪৩:২৯
আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কাভার্ডভ্যান-ট্রাক ধর্মঘট

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কাভার্ডভ্যান-ট্রাকের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্র্যাক কার্ভাডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার সকালে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের কথা জানানো হয়।

পরিষদের আহবায়ক রুস্তম আলী খান বলেন, সড়ক দূর্ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা হলে ভবিষ্যতে চালকের সঙ্কট আরো তীব্র হবে। আইনে জরিমানা ধরা হয়েছে ২৫ হাজার টাকা। একজন চালক তার ২ মাসের বেতন দিয়েও জরিমানা পরিশোধ করতে পারবেন না।

এছাড়া নানা অসঙ্গতি তুলে ধরে সড়ক পরিবহন আইনের ৯ দফা সংশোধন দাবি করেছে বাংলাদেশ ট্রাক কার্ভাডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা পর্যন্ত অনিদির্ষ্টকালের ধর্মঘট চলবে বলে জানান নেতারা।

একই দাবিতে মঙ্গলবার দ্বিতীয়দিনের মতো দেশের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর