thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২০, ১৯ আষাঢ় ১৪২৭,  ১২ জিলকদ  ১৪৪১

ইডেন টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ

২০১৯ নভেম্বর ২২ ১১:০২:৩৮
ইডেন টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ

দ্য রিপোর্ট ডেস্ক: ঐতিহাসিক ইডেন টেস্টে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ইনডোর টেস্টের একাদশ থেকে দুই-একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গোলাপি বলের অতিরিক্ত সুইংয়ের জন্য দেখা যেতে পারে অতিরিক্ত একজন পেস বোলারকে।

পেসার ইবাদত হোসেনের জায়গায় খেলতে পারেন আল আমিন হোসেন। এছাড়া একাদশে আরো একটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন স্পিনার তাইজুল ইসলাম। ইনডোরে না থাকলেও এ ম্যাচে খেলতে পারেন মোস্তফিজ।

আজ দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে গোলাপি বলের দিবারাত্রির ইডেন টেস্ট। যা ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরুর অনুমতি প্রদান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন/আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর