thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

রোমান সানার ‘হ্যাটট্রিক’

২০১৯ ডিসেম্বর ০৯ ১৮:৩৬:৫৮
রোমান সানার ‘হ্যাটট্রিক’

দ্য রিপোর্ট ডেস্ক: কথা রেখেছেন রোমান সানা। কথা রেখেছে বাংলাদেশের আর্চাররা। সাউথ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনে বাংলাদেশ আর্চারি অ্যাথলেটে পেয়েছে ১০ এ ১০! রোমান সানা করেছেন স্বর্ণের হ্যাটট্রিক। আর এসএ গেমসে বাংলাদেশ ইতিমধ্যে ছাড়িয়েছে সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড।

পোখারায় পুরুষ রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংকে ৭-১ সেট পয়েন্টে রোমান সানা উড়িয়ে দিলে দশ ইভেন্টেই সেরা হওয়ার বৃত্ত পূরণ করে নেয় বাংলাদেশ। এর আগে পুরুষদের দলগত রিকার্ভে রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জেতেন শ্রীলঙ্কান আর্চারদের বিপক্ষে। মিশ্র রিকার্ভে দলটিতে ছিলেন রোমান সানা ও ইতি খাতুন। তাঁরা হারান ভুটানকে ৬-২ সেটে।

সাফল্য বয়ে আন্নার ধারা টা শুরু হয়েছে বহু আগে। ২০১৭ সালে বিশকেক আন্তর্জাতিক আর্চারিতে সোনা জিতেছেন। গত জুনে নেদারল্যান্ডসে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জয় করেছেন। যেকোনো খেলায় বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম পদক। সে অর্জনে ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন এই আর্চার।

সেপ্টেম্বরেও করেছেন আরেকটি বড় অর্জন। ফিলিপাইনে এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টে রিকার্ভে পেয়েছেন সোনার পদক। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট-ফুটবল বা অন্য যেকোনো খেলাকে টপকে বাংলাদেশের সেরা সাফল্য এটি।

নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এরই মধ্যে ১৮টি সোনা জিতেছে বাংলাদেশ। দেশ ও দেশের বাইরে এসএ গেমসের হিসেবে সেরা সাফল্যকে ছুঁয়েছেন অ্যাথলেটরা। ২০১০ সালের আসরে নিজেদের সর্বোচ্চ ১৮ সোনা জিতেছিল বাংলাদেশ। এবার সুযোগ নতুন চূড়ায় ওঠার।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর