thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

৪১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

২০১৯ ডিসেম্বর ১১ ১৭:০৪:০৩
৪১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

দ্য রিপোর্ট প্রতিবেদক: দরপতন থামছেই না পুঁজিবাজারে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৪৫ পয়েন্ট।

ডিএসইর প্রধান সূচক গত তিন দিনে ১৬৩ পয়েন্ট কমে দিন শেষে নেমে এসেছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। গত ৪১ মাসের মধ্যে এটিই ডিএসইএক্স সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৬ সালের ১১ জুলাই এ সূচক ৪ হাজার ৫০৫ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিলো।

ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৭ লাখ টাকা। সোমবার লেনদেন হয় ২৭৫ কোটি ২৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০৬টির ও অপরিবর্তিত আছে ৫৪টির।

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে বাজারে টানা পতন শুরু হয়। বছরজুড়েই বাজার এ পতনের ধারা থেকে বের হতে পারেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর