thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৮ আশ্বিন ১৪২৭,  ৬ সফর 1442

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

২০১৯ ডিসেম্বর ১৫ ১১:১৭:১৩
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার নস্তি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তাঁর ছেলে আশিকুর রহমান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, নিহতরা মোটরসাইকেল চড়ে উপজেলা শহরের বাজার থেকে নিজ বাড়ি শিবানন্দপুর যাচ্ছিলেন। পথে নস্তি বাজারে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছেলে আশিকুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবা মহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। যশোর নেওয়ার পথে মারা যায় তিনি। নিহতদের মরদেহ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে আজ সকালে অপর এক দুর্ঘটনায় কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় পাওয়ার ট্রিলারের চালক নিহত হন। এ ঘটনায় আহত হন আরো একজন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর