thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ইস্যুটিকে রাজনীতিকীকরণ না করতে কানেরিয়ার অনুরোধ

২০১৯ ডিসেম্বর ২৮ ১১:৪৫:৫৪
ইস্যুটিকে রাজনীতিকীকরণ না করতে কানেরিয়ার অনুরোধ

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন,সংখ্যালঘু হওয়ায় পাক ক্রিকেট দলের ড্রেসিংরুমে দানিশ কানেরিয়ার সঙ্গে অন্য কোনো ক্রিকেটার খেতে চাইতেন না। ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও তিনি বারবার অবহেলার স্বীকার হয়েছেন।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখন উত্তাল ভারত। দেশটির সংখ্যালঘুরা নাগরিকত্ব হারানোর শংকায় পড়েছেন! ঠিক সেই সময়ে এমন মন্তব্য করলেন শোয়েব। স্বভাবতই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। পাক-ভারত ক্রিকেটাররা এ নিয়ে সরব। দুই দেশের রাজনীতিবিদরাও কড়া কথা বলছেন। ধীরে ধীরে বিষয়টি অন্যদিকে মোড় নিচ্ছে।

এ পরিস্থিতিতে ইস্যুটিকে অন্য খাতে প্রবাহিত না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন কানেরিয়া। এক টুইটবার্তায় তিনি বলেন, শোয়েব যা বলেছেন তা সত্য। একই সঙ্গে ক্যারিয়ারে যেসব কিংবদন্তি ক্রিকেটার আমাকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে ইস্যুটিকে রাজনীতিকীকরণ করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর