thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭,  ১৫ জিলকদ  ১৪৪১

তাপমাত্রা বাড়বে না, থাকবে ঠাণ্ডা

২০২০ জানুয়ারি ১৪ ১০:৪২:০৮
তাপমাত্রা বাড়বে না, থাকবে ঠাণ্ডা

দ্য রিপোর্ট ডেস্ক: হঠাৎ করেই রাজধানীর বুকে নেমে এলো শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে বাতাস। এ অবস্থায় তীব্র শীতে কাঁপছে রাজধানীবাসী। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, রাতের তাপমাত্রা একটু বেড়েছে। কুয়াশার কারণে দিনের তাপমাত্রা বাড়বে না। দিনে ঠাণ্ডার অনুভূতিটা থাকবে। সারাদেশেই এই কুয়াশা রয়েছে।

তিনি জানান, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, বুধ ও বৃহস্পতি রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। তারপরের ৫ দিনের শেষের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘন কুয়াশার সাথে কনকনে ঠাণ্ডায় বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। গরম কাপড়ের অভাবে কষ্ট পেতে হচ্ছে তাদেরকে।এ অবস্থায় কাজে যেতে না পারায় শ্রমজীবি শ্রেণির মানুষেরাও পড়েছেন চরম বিপাকে। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকনে ঠাণ্ডায় কাজ করতে পারছেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর