thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

আদালত বললে ভোট পেছাতেই হবে : ইসি রফিকুল

২০২০ জানুয়ারি ১৮ ১৪:৫৪:১৯
আদালত বললে ভোট পেছাতেই হবে : ইসি রফিকুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিটি নির্বাচনের তারিখ আগানো কিংবা পেছানো সম্ভব কিনা তা নির্বাচন কমিশন (ইসি) বসে সিদ্ধান্ত নিবে। তবে আদালত যদি বলে তাহলেতো আমাদের ভোট পেছাতেই হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

শনিবার (১৮ জানুয়ারী) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটের তারিখ আগানো কিংবা পেছানোর সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুযোগ আছে কিনা সেটা এক জিনিস আর সম্ভব কিনা সেটা আরেক জিনিস। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিবে।’

আগামী ৩০ জানুয়ারী সিটি করপোরেশন নির্বাচনের দিন সরস্বতী পূজা হওয়ার কারণে নির্বাচন পেছানোর জন্য আন্দোলন করছে ছাত্র সমাজ।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতিগতভাবে আমরা প্রতিটা বিষয় নিয়ে আন্দোলন করি। কিন্তু কতটা যৌক্তিক এসব বিষয় দেখেই সিদ্ধান্ত নিতে হয় সরকারকে অথবা অন্য প্রতিষ্ঠানকে। সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।’

এ সময় ভোটের দিন নিরাপত্তার বিষয়টি দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর