thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩ ফাল্গুন ১৪২৬,  ১ রজব ১৪৪১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা

২০২০ জানুয়ারি ১৮ ২০:৫১:৩৯
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে শাবানা আজমির স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদের চোট গুরুতর নয় বলে জানা গেছে। খবর এনডিটিভি।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুর টোল প্লাজার সামনে শাবানা আজমির গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক।

আহত অবস্থায় মুম্বাইয়ের মহাত্মা গান্ধী মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে। ওই হাসপাতালে চিকিৎসা চলছে প্রখ্যাত এই অভিনেত্রীর। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অনেকটা অংশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর