thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ

২০২০ জানুয়ারি ২০ ১৫:৪৬:০৪
৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সহকারী জজ পদে ৯৭ জনের নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদেরকে তাদের নামের পাশে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে আগামী ২৮ জানুয়ারি যোগদান করতে বলা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে, তিনি যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগ পত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০১৯ সালে ১ জুলাই সংশ্লিষ্ট স্মারকের সুপারিশের ভিত্তিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রত্যেককে বিভিন্ন জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তাদের পদায়ন করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২০,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর