thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

২০২০ জানুয়ারি ২২ ১০:৫০:২৭
তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘ভোর সাড়ে ৬টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ফেরি চলাচল শুরু হয়েছে।’

ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও বলেন, ‘তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পার হতে আসা যানবাহন দীর্ঘলাইন অপেক্ষা করছে।’ দুই ঘাটে প্রায় ৪০০ যানবাহন অপেক্ষমাণ রয়েছে।’

বিআইডব্লিউটিসি’র আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে তীব্র কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী সব ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা সাড়ে নয়টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল চালু করা হয়েছে। তবে এখনও ঘাট দুটিতে প্রায় ৪০০ যানবাহন আটকে রয়েছে। যাত্রীবাহী বাসগুলো অগ্রধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর