thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৮ কার্তিক ১৪২৭,  ৬ রবিউল আউয়াল 1442

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৬

২০২০ জানুয়ারি ২৪ ২১:০১:২৮
জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক: জার্মানির নুরেমবার্গে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে এরইমধ্যে আটক করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী নিহতদের পরিচিত ছিলেন। তিনি কেন এ ধরনের ঘটনা ঘটালেন তাৎক্ষণাতভাবে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় ৬ জন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘রট এম সি’ নামে যে শহরে বন্দুকধারী হামলা চালিয়েছে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাসিন্দার বসবাস। আর বন্দুকধারী একাই বলে নিশ্চিত হওয়া গেছে।

মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিক হামলার মোটিভ জানা যায়নি। একইসঙ্গে জানা যায়নি হামলাকারীর পরিচয়।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর