thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

বাগদাদে রকেট হামলা অল্পের জন্য রক্ষা  মার্কিন দূতাবাস

২০২০ জানুয়ারি ২৭ ১১:১৪:২৭
বাগদাদে রকেট হামলা অল্পের জন্য রক্ষা  মার্কিন দূতাবাস

দ্য রিপোর্ট ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে আবারো মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়েছে। এসময় মোট ৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার (২৬ জানুয়ারি) বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু আওয়াজ শুনতে পাওয়া গেছে। যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। হতাহত না হওয়ায় মনে করা হচ্ছে অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কিন দূতাবাস।


চলতি মাসেই ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একাধিক রকেট হামলা হয়েছিলো। এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, সোলেমানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বারবার সংঘাতের খবর আসছে। কিভাবে ইরান এর প্রতিশোধ নেবে তা জানার জন্য আমেরিকা শুরু করেছে নানান পরিকল্পনা।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর