thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০, ৩ আশ্বিন ১৪২৭,  ৩০ মহররম 1442

সিনিয়র সচিব হলেন ৩ কর্মকর্তা

২০২০ জানুয়ারি ২৮ ১০:৪৩:৫১
সিনিয়র সচিব হলেন ৩ কর্মকর্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আরও তিন সচিবকে সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এই তিন কর্মকর্তাসহ বর্তমান সরকারে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

সিনিয়র সচিব হওয়া কর্মকর্তারা হলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. আনিছুর রহমান।

তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তজিমুল ইসলাম খানের সই করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর