thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিশেষ নজরদারিতে পদ্মা সেতুর ৩৫ চীনা কর্মী

২০২০ জানুয়ারি ২৯ ১৮:৪৮:১৫
বিশেষ নজরদারিতে পদ্মা সেতুর ৩৫ চীনা কর্মী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের আতঙ্কের বাইরে নেই বাংলাদেশ। কারণ বাংলাদেশে নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মীদের একটি বড় অংশ চীনা নাগরিক। তাদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘চীন থেকে যারা আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আর যারা এরই মধ্যে এসেছেন নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না।’

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অনেক বিশেষজ্ঞ কাজ করছেন। করোনা ভাইরাসের কারণে অনেকেই আসছেন না। এতে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘এ মাসের ১৮ তারিখ থেকে চীন থেকে যারা এসেছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ৩৫ জন এসেছেন। নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হচ্ছে না। এর আগেও শিফটিং ছুটিতে যেতেন তারা। ১০০-১৫০ জন শিফিটিং ছুটিতে যেতেন। তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণ কাজে কোনও প্রকার সমস্যা হয়নি।’

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর