thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ

২০২০ ফেব্রুয়ারি ০৩ ১৫:১৩:২৯
মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয়তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে সেখানে থাকা বেশ কয়েকজন দাবি করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানতে চাইলে ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। যে দুষ্টুচক্র এর সঙ্গে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেন বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘নিশ্চয়ই কোনো গোষ্ঠী ব্যক্তিস্বার্থে বা সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচনের মাহাত্মকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।’

এর আগেও গত ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৩,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর