thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

করোনাভাইরাসে ইরানে নারীর মৃত্যু

২০২০ ফেব্রুয়ারি ১২ ১৬:৩৮:৪৯
করোনাভাইরাসে ইরানে নারীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এক নারী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার তেহরান হাসপাতালে ৬৪ বছর বয়সী ওই নারী মারা যান বলে ইরান পত্রিকার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

এই মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে। তবে খবরটি উড়িয়ে দিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর।

তিনি বলেন, ইরানের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

ইরানের কর্তৃপক্ষ বারবার বলে আসছেন, দেশটিতে কোনো করোনাভাইরাসের রোগী নেই।

উহানের একটি সামুদ্রিক প্রাণি কেনাবেচার বাজার থেকে গত ডিসেম্বরে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এটির নতুন নাম দেয়া হয়েছে কভিড-১৯।

চীনে এখন পর্যন্ত এই সংক্রমণে এক হাজার ১০০ জন মারা গেছেন। আর সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৩ জন।

জানুয়ারির শেষ দিকে প্রাদুর্ভাব ক্রমাগত বাড়তে শুরু করার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) সবচেয়ে কম সংখ্যক রোগী আক্রান্ত হয়েছেন। এতে আগামী এপ্রিল নাগাদ এই মহামারি অবসান ঘটতে পারে বলে যে আভাস বিশেষজ্ঞরা দিয়েছেন, সেটা আরো জোরদার হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর