thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

আকবরদের জন্য বিসিবির যতসব আয়োজন

২০২০ ফেব্রুয়ারি ১২ ১৬:৪২:০৪
আকবরদের জন্য বিসিবির যতসব আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইতিহাস গড়ে বিশ্বজয়ীরা আজ ফিরছেন বাংলাদেশে। আকবর আলীদের বরণ করে নিতে তাই নানা রকম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এসবের কিছুই আনুষ্ঠানিক সংবর্ধনের অংশ নয়, তবুও প্রস্তুতির অংশটা কম নয়। আজ সারাদিন বিসিবিতে চলবে বিশ্বজয়ীদের বরণের অনুষ্ঠান।

আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে টাইগার যুবাদের বহনকারী বিমানটি। বিমান অবতরণ করার পর জলকামানের রংধনু বানিয়ে গার্ড অব অনার দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো দল পেতে যাচ্ছে এ সম্মান। এজন্য বিমানবন্দরে উপস্থিত থাকবে দমকল বাহিনী।

ওয়াটার স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা শেষে বিমান থেকে তাদের নামিয়ে আনবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে বিসিবির পরিচালকদেরও। চ্যাম্পিয়নদের বিশ্বজয়ের উপলক্ষে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে কাটা হবে বিশাল কেক।

সেখান থেকে ভিআইপি প্রোটোকলে খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডে নিয়ে আসবে বিসিবি। সেখানে ক্রিকেটারদের নিয়ে আলাদা কথা বলবেন বিসিবি সভাপতি। এরপর সন্ধ্যা সাতটায় অধিনায়ক আকবর, বিসিবি সভাপতি পাপন ও কোচ নাভিদ নেওয়াজ সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। সংবাদ সম্মেলনের পর ক্রিকেটারদের জন্য বিসিবিতে ডিনার পর্ব শেষ করার মাধ্যমে সব আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১২,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর