thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

২০২০ ফেব্রুয়ারি ১৭ ১৬:৫১:০৫
লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯টি খাতের ৩৫৫টি কোম্পানির ৯৭৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩৩ কোটি ৭৮ লাখ টাকার বা ১৪.১০ শতাংশ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। এর মাধ্যমে এই খাত লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে।

আজ ১৩২ কোটি ৩৩ লাখ টাকা বা ১৩.৯৫ শতাংশ লেনদেনে হয়ে দ্বিতীয় স্থানে ওষুধ ও রসায়ন খাত এবং ১২৯ কোটি ১২ লাখ টাকা বা ১৩.৬১ শতাংশ লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে প্রকৌশল খাত।

এছাড়া বীমা খাতে ১০২ কোটি ৫৩ লাখ টাকা বা ১০.৮১ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯২ কোটি ৬৭ লাখ টাকা বা ৯.৭৭ শতাংশ, ব্যাংক খাতে ৭৩ কোটি ৯০ লাখ টাকা বা ৭.৭৯ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪৮ কোটি ১৮ লাখ টাকা বা ৫.০৮ শতাংশ, সিমেন্ট খাতে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা বা ৪.৭৪ শতাংশ, বিবিধ খাতে ৪৪ কোটি ১ লাখ টাকা বা ৪.৬৪ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৩৭ কোটি ৩ লাখ টাকা বা ৩.৯০ শতাংশ, আর্থিক খাতে ২৪ কোটি ৩৩ লাখ টাকা বা ২.৫৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২২ কোটি ৬৫ লাখ টাকা বা ২.৩৯ শতাংশ, চামড়া খাতে ১৬ কোটি ৮৪ লাখ টাকা বা ১.৭৮ শতাংশ, সিরামিক খাতে ১১ কোটি ৪৯ লাখ টাকা বা ১.২১ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ১০ কোটি ৪১ লাখ টাকা বা ১.১০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৯ কোটি ৭৮ লাখ টাকা বা ১.০৩ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৬ কোটি ১৯ লাখ টাকা বা ০.৬৫ শতাংশ, পাট খাতে ৪ কোটি ৩৭ লাখ টাকা বা ০.৪৬ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৪ কোটি ৩ লাখ টাকা বা ০.৪২ শতাংশ লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর