thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬,  ৮ শাবান ১৪৪১

তাপস পালের মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৬:৩৯
তাপস পালের মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক

দ্য রিপোর্ট ডেস্ক: ১৯৮০ সালে ‘দাদার কীর্তি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা তাপস পাল। তারপর ‘সাহেব’, ‘পর্বত প্রিয়’-এর মতো সিনেমা উপহার দিয়ে দর্শক মনে জায়গা করে নেন এই শিল্পী। এর পরের গল্প কারো অজানা নয়।

আজ ভোরে না ফেরার দেশে চলে গেছেন সবার প্রিয় তাপস পাল। টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে বিরাজ করছে শোকের ছায়া। প্রিয় অভিনেতার বিদায়ের বিষাদের ছায়া বাংলাদেশের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতাদের মধ্যে পড়েছে। অভিনেতা মীর সাব্বির তার ফেসবুকে লিখেছেন—‘শ্রদ্ধা প্রিয় অভিনেতা তাপস পালকে। আমরা যখন অনেক ছোট, তখন তার অভিনয়ে মুগ্ধ হতাম। ভালো থাকবেন হে গুণী শিল্পী।’

গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী তাপস পালকে নিয়ে দীর্ঘ স্মৃতিচারণ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি যখন হাই স্কুলে পড়ি, কলেজে পড়ি তখন বাংলা সিনেমায়, ওপার বাংলার জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তাপস পাল, প্রসেনজিৎ আর চিরঞ্জিৎ। তারা কতটা জনপ্রিয় অভিনেতা ছিলেন তা আমরা সেই প্রজন্মের দর্শক হিসেবে কালের স্বাক্ষী। ‘মনের মানুষ’ সিনেমার শুটিংয়ের সময় প্রসেনজিৎদার (বোম্বা দা) সাথে এ নিয়ে প্রায়ই গল্প-আড্ডা হতো। গত বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড নিতে গিয়ে চিরঞ্জিৎদার সাথে দেখা হয়েছিল। শুধুই যখন দর্শক ছিলাম তখন কখনো ভাবিনি ওনাদের সঙ্গে দেখা হবে। তাপসদার সাথে কখনো দেখা হয়নি। একবার কলকাতার একটি সিনেমায় তাপস পালের সঙ্গে আমার অভিনয় করবার কথা হয়েছিল। যেকোনো কারণে কাজটি করা হয়নি। আজ যখন তার চির বিদায়ের কথা জানলাম, বার বার সেই অতীতে ফিরে যাচ্ছি। বার বার কানে বাজছে—‘এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম...।’ বিনম্র শ্রদ্ধা হে গুণী অভিনেতা তাপস পাল।’

পরিচালক চয়নিকা চৌধুরী তাপস পালকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন—‘চরণ ধরিতে দিও গো আমারে/ নিও না নিও না সরায়ে’—তাপস পালের লিপ্সে এই গানটা শুনে তার সিনেমার এবং গানটির ভক্ত হয়েছিলাম। অনেক শ্রদ্ধা এই গুণী অভিনয়শিল্পীর প্রতি। তাকে তার অভিনয়ের জন্য মানুষ মনে রাখবেন।’ ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান লিখেছেন—‘রেস্ট ইন পিস’।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর