thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস

২০২০ ফেব্রুয়ারি ২২ ১৫:৫৯:৪৭
গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস

দ্য রিপোর্ট প্রতিবেদক: রংপুর ও রাজশাহী অঞ্চলে হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর